SSC Exam 2016,  বাংলা ১ম পত্রের টিক সারা দেশের সকল ছাত্র ছাত্রীর খুব খারাপ হয়েছে, কিন্তু written Part অনেক অনেক ভাল হয়েছে,বাংলায় টিক আছে শুধু প্রথম প্রত্রে। আমার প্রশ্ন এখন  বাংলা ১ম পত্রের নৈব্যত্তিকে সর্বনিম্ন কত পেলে পাস ?  নাকি দুটো মিলে ৩৩ পেলেই হবে, প্লিজ কেউ সঠিক জানলে বলবেন,  চিরকৃতজ্ঞ থাকবো।
Share with your friends
Call

SSC এর ক্ষেত্রে আলাদা আলাদা পাশ করতে হবে। মানে সৃজনশীল আর বহুনির্বাচনী দুইটাতে পাশ করতে হবে। বাংলা ১ম পত্রের বহুনির্বাচনীতে কমপক্ষে ১৩ পেতে হবে এবং সৃজনশীলে ২০ পাওয়া যায় তাহলেই আপনার পাশ মার্ক উঠবে। অর্থ্যাৎ পাশ করবেন উক্ত মার্কে।

Talk Doctor Online in Bissoy App
JunayedSaki

Call

বর্তমানে সকল বিষয়ে (ইংরেজী বাদে) বহুনির্বাচনি ও সৃজনশীল উভয় অংশেই পাশ করতেই হয়। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশে যথাক্রমে ১৩ ও ২০ পেয়ে অর্থাৎ ৩৩ (১০০ নম্বরের পরীক্ষায়) পেয়ে পাশ করতে হবে।বাংলা ১ম এ ও তাই।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনাকে mcq এর জন্য কমপক্ষে ৪০এর মধ্যে ১৩ এর উপরে পেতে হবে আর সৃজনশীলের জন্য ৬০ মধ্যে ২০ এর উপরে পেতে হবে।দুটোতে আলাদা ভাবে পাশ করতে হবে

Talk Doctor Online in Bissoy App