।।আপডেট দেওয়ার আগে আমার ফোনে অনেক সফ্টওয়ার install হত।।কিন্তু বর্তমানে আমার ফোনে coc,uc browser,imo,Dictionary & wowbox install করা আছে।তাতে মোটামুটি ২৫০ mb install হওয়ার কথা।কিন্তু আমার ফোনের internal space চেক করে দেখি মাত্র 88 mb ফাকা আছে।।playstore থেকে apk install hoy না।। insufficient storage লেখা আসে।।কি করলে ফোনে বেশি apk install দিতে পারবো আগের মত???


Share with your friends

আমদের অনেকের ফোনেই এরকম সমস্যার মুখোমুখি হই। পর্যাপ্ত র্যাম থাকার পরও Installation Error (insufficient storage available) দেখায়।এ যামেলা থেকে মুক্তি পেতে নিচের ষ্টেপ ফলো করু আপনার ফোনে1 Tap Cleanerএপটি ইনষ্টল করুন। (এটা আপনার ফোনের Cache ক্লিয়ার করতে সহায়তা করবে)এপটি ইনষ্টল করুন। এপটি ইনষ্টল করার পর অপেন করুন। তারপর অটোমেটিকভাবে আপনার ফোনের অপ্রয়োজনিয় Cache ফাইল দেখাবে।এগুলা ক্লিয়ার করুন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call
মনে হয় আপনি ললিপপে আপডেট করেছেন। 

দুটি উপায় আছে। 

★ আপনি যত কম পারবেন, ততকম
অ্যাপ মোবাইলে ইনস্টল করে রাখুন, 
খুব দরকারি না হলে ইনস্টল করে রাখবেন, 
মেমোরিতে রেখে দেবেন, দরকার হলে ইনস্টল
করে আবার আনস্টল করে দেবেন। 

★ আর আপনি কোনো অ্যাপ ইনস্টল
করার সঙ্গে সঙ্গেই অ্যাপটিকে 
মেমোরিতে ট্রান্সফার করে নেন। এতে
কিছুটা স্পেস পাবেন। 
Talk Doctor Online in Bissoy App