Call

আপনি পাচ ওয়াক্ত নামাজ পড়তে চান।  এর জন্য আপনাকে অভিনন্দন। প্রথমে একটা কথা বলি। বাজারে অনেক নামাজ শিক্ষা বই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ই সহিহ নয়। তাই রেফারেন্স ছাড়া কোনো আমল করবেন না। ভুলভাল নামাজ পড়লে আপনার নামাজ হবে না।

১। প্রথমে শুধ উচ্চারণ সহ সুরা ফাতিহাহ মুখস্থ করতে হবে।  বুখারি হাদিসে স্পষ্ট  এসেছে,  যে ফাতিহাহ পড়ল না,  তার নামাজ ই হল না।

২।কয়েক টা ছোট সুরা মুখস্থ করতে পারেন। সুরা কাউসার, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক ইত্যাদি। ৩/৪ সুরা নিম্ন পক্ষে হতে হবে। বি. দ্র. অর্থ টা একবার পড়ে নেবেন মুখস্থ করার সময়।

৩। রুকু র দোআ,  সেজদা র দোআ, তাশাহুদ, দুরুদ শরীফ ইত্যাদি মুখস্থ করতে হবে।

আপনি সহিহ বুখারী অ মুসলিম এর নামাজ অধ্যায় গুলো একবার অধ্যয়ন করে নিতে পাড়েন।

কিন্তু ভুলেও রেফারেন্স ছাড়া আমল করবেন না। রেফারেন্স  চেক করে তারপর আমল করবেন। 

আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আপনি সঠিকভাবে সালাত আদায় করতে  পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার এই মুহর্তে ১০ টি সুরা মুখস্থ করা উচিৎ , নিম্নে চারটি সুরা শিখা আবশ্যক। সাথে সাথে দোয়ায়ে কুনুত, দুরুদ শরিফ, আত্তাহিয়্যাতু, শিখতে হবে। আপনি একটা নামাজ শিখার বই কিনুন এবং তা অনুসরণ করুণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

আপনি নামাজ পড়া শুরু করবেন জেনে খুব ভাল লাগছে। নিম্নে বর্ণিত এই দোআ গুলি আপনাকে অবশ্যই মুখস্ত করতে হবে। ১। সানা ২। তাশাহুদ ৩। দরুদ শরীফ ৪। দোয়ায়ে মাছুরা। ৫। দোয়া কুনুত। কম পক্ষে ৫ থেকে ৬ টি সূরা মুখস্ত করতেই হবে। ১। সূরা ফাতেহা ২। সূরা কাওসার ৩। সূরা ফিল ৪। সূরা মাউন ৫। সূরা কুরাইশ ৬। সূরা নাস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ