kanon

Call

আপনি মসজিদে এসে দেখলেন

জামাত দাঁরিয়ে গেছে।

আপনি জায়নামাজে দারানোর দোয়া পড়ে

জামাতে যে নামাজ হয়েছে আপনি

সাথে শুরু করে দিন আর আপনি তো জানেন

যে এখনকার নামাজ কয় রাকাত।

যতটুকু পরলেন এবং সালাম ফেরানোর সময়

আপনি সালাম না ফিরিয়ে , ডান দিকে সালাম ফেরানোর পর

আপনি বাকি নামাজ পরে নিন।

বিস্তারিত ইমাম সাহেবের সাহায্য নিয়ে জেনে নিন।

ধন্যবাদ 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানামতে- যদি কেউ রুকু পায়, তবে সে দ্রুত তাকবীরে তাহরীমা বেঁধে পরে রুকুতে যাবে তথা ঐ জামাত ই ধরবে। আর- যদি কেউ এসে শেষ বৈঠক পায়, তবে সে বসবে এবং দোয়া পড়তে থাকবে এবং ইমাম সালাম ফেরানোর পর সম্পূর্ণ নামাজ পড়বে। এতেও সে জামাতের সওয়াব পেয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ