wapka তে create new site এ যাওয়ার পরে সব কেপচা ঠিকঠাক দিচ্ছি। কিন্তু এইরকম দেখাচ্ছে =The name of website contains unallowed characters. আমার সাইট এর নাম দিয়েছিলাম www.enjoymovie24.wap-ka.com. তাহলে কিভাবে সাইট খুলব? সাহায্য করেন।
Share with your friends
Indro paul

Call

আপনি অন্য একটি নাম দিয়ে ট্রাই করুন। আর হ্যা ঐ খানের বক্সে www পাতাবেন না। যেমন ধরুন: 1st box: funbd24 তারপর wapka.mobi/wapka-com অথবা wapka.me থেকে একটি সিলেক্ট করে সাবমিট দিন।

Talk Doctor Online in Bissoy App

www ছাড়া একটা নিউ নাম দিয়ে ট্রাই করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার দেওয়া নামের মধ্যে আপনি কোন খালি জায়গা যদি রাখেন তাহলে অথবা যদি আপনার দেওয়া সাইটের নামের মধ্যে যদি কোন চিহ্ন থাকে তবে এইরকম লেখা আছে। তাই আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনি হয়ত স্পেস দিচ্ছেন। প্রথম আপনি প্রথম করে যেকোন একটা নাম লিখেন যেইটা আগে কোন দিন এই নামে খুলক হয়নি তারপর পরের বক্স থেকে সিলেক্ট করেন wapka.mobi/wap-ka.com এই গুলো ।

Talk Doctor Online in Bissoy App