আমার বয়স ১৭ বছর। আগে আমি

অতিরিক্ত হস্তমুথন করতাম। এখন

ছাড়ান দিসি।কিন্তু এখন দেখছি আমার

অন্ডকোষ অনেক ঝুলেগেছে এবং

অন্ডকোষের চামড়া পাতলা এবং খসখসে

হয়ে গেছে।এখন আমি আমার

অন্ডকোষের পূর্বের অবস্থা ফিরেপাবো

কিভাবে?? সঠিক সমাধন চাই।।


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

1)ঝুলে যাওয়া, ঝুলে থাকা কোন রোগ বা

সমস্যা নয়, এটি সাভাবিক।


2) অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে  ফাঙ্গাস

চত্রাক আক্রান্তে খসখসে হতে পারে।

ডেটল সাবান দিয়ে গোসন করবেন, সাথে

অন্ডকোষ ভাল করে প্রতিদিন সাবান দিয়ে

পরিস্কার করে গোসল করবেন।


প্রফেশনালী কোন ডাক্তার নই বিধায় সরাসরি

ঔষধ সাজেস্ট করলাম না।


যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ