পানিতে কি পরিমাণ আয়তন থাকলে শরীরের জন্য সহনীয়?বর্তমানে বাজারে যে সব ফিল্টার পাওয়া যায়,সেগুলো কি পানির আয়রন মুক্ত করতে পারে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

পানিতে আয়রনের গ্রহণযোগ্য মাত্রা প্রতি মিলিগ্রামে দশমিক ০৩ থেকে ০১-এর মধ্যে থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে প্রতি মিলিগ্রাম পানিতের্ স্বোচ্চ ১ দশমিক ৮ পর্যন্ত আয়রন রয়েছে।


আয়রন মুক্ত করতেঃ

1) বর্তমানে Pureit 

2) Kent ফিল্টার অনেক ভাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাংলাদেশে আর্সেনিকের গ্রহনযোগ্য মান ০.০১ মি.গ্রা/লিটার।আর ইউনিলিভারের পিওর ইট ফিল্টার অনেকটায় সফল এ কাজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ