AbdulHalim

Call

সাধারণভাবে বলি, ১/৪ অংশ মানে কোন জিনিস কে চারভাগ করে একভাগ কে বুজায়।মনে  করুন আপনার কাছে ১ কেজী চাউল আছে।এই চাউল কে চারভাগ করুন,তাহলে ঐ চারভাগের একভাগ কে বলা হবে ১/৪।

এখন প্রশ্নমতে,

১/৪ অংশের দাম হলো ৫০০ টাকা।

আবার আগের ধারনায় আসুন,আপনার ১কেজী চাউলের চারভাগের ১ভাগের দাম হলো ৫০০ টাকা।তাহলে আরো যে ৩ ভাগ আছে তার প্রত্যেক ভাগের দামও তো ৫০০ টাকা করে হবে,তাই নয় কি?

তাহলে প্রতিভাগের দাম যদি ৫০০ হয় তবে চারভাগের দাম হবে ৫০০*৪=২০০০ টাকা।

অঙ্কের মত করলে,

               ১/৪ অংশের দাম ৫০০ টাকা

সুতারাং, ১ অংশের দাম হবে=( ৫০০*৪/১) টাকা

                                            = ২০০০ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ