আমি আশিক গত ২০১৩ সালে SSC দিছি গোল্ডেন পাই ২০১৩ সালে  HSC ভর্তি হয় বাবার মৃত্যুর কারনে  ২০১৫ সালে HSC পরিক্ষা দিতে পারে নি এবার ২০১৬ সালে HSC  পরিক্ষা দেই এবারো A+ পাবো আসা করতেছি। আমি জানতে চেয়েছিলাম আমি কোন কোন প্রকৌশলি বিশ্ববিদ্যালয় গুলোতে পরিক্ষা দিতে পারব যেমন বুয়েট রুয়েট কুয়েট চুয়েট । Bissoanswer থেকে রাকিব ভাই বলেছেন আমি সব জায়গায়  আবেদন করতে পারবো।এখন আমার প্রশ্ন হলো এমন কোনো ভাই আছেন যিনি ২০১২ সালে SSC দেয় কিন্তু  ২০১৪ সালে  HSC   না দিয়ে ২০১৫ সালে দেয় আর সব প্রকৌশলি বিশ্ববিদ্যালয় গুলোতে এডমিশন আবেদন করতে পারছে প্লিজ কেউ থাকলে এই নাম্বারে একটু ফোন করুন 01774020484 আপনার একটু সহযোগিতায় একজনের সাহসের প্রশার হবে।


শেয়ার করুন বন্ধুর সাথে
kanon

Call

পরীক্ষায় টিকতে পারলে আপনি প্রকৌশলি বিশ্ববিদ্যালয়

ভর্তি হতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ