Call

ক্ষারহীন সাবান আর তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ahg_rabby

Call

সাধারন ঘামাচি হয়ে থাকলে, Jonson Baby Powder ও Jonson Baby Soap এবং গোসলের সময় উষ্ম গরম পানিতে অল্প পরিমানে ডেটল ব্যবহার করতে পারেন। তবে কোন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়াই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
kanon

Call

পিঠে বরফ ব্যবহার করতে পারেন . ঠান্ডা জায়গায় থাকতে চেষ্টা করুন / COOL পাউডার ব্যবহার করতে পারেন / ঘামাচি নাশক পাউডার ব্যবহার করুন / ১ কাপ ঠান্ডা পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা নিন। একটি পরিস্কার কাপড় এতে ভিজিয়ে নিংড়ে নিন ও ঘামাচি আক্রান্ত জায়গায় লাগান।

এলোভেরা

এলোভেরার রস বের করে ঘামাচি আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন না শুকোনো পর্যন্ত। এরপর ঠান্ডা পানিতে গোসল করে নিন।

মুলতানি মাটি

৪-৫ টেবিল চামচ মুলতানি মাটি, ২-৩ টেবিল চামচ গোলাপজল ও পরিমান মতো পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। ঘামাচি আক্রান্ত জায়গায় পেস্টটি লাগান ও ২-৩ ঘণ্টা রাখুন। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

উপরের পদ্ধতিগুলোর যেকোনো একটি প্রয়োগ করে ঘামাচি থেকে মুক্তি নিন চিরকালের জন্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লাইফবয় সাবানটা ভালো এবং তিব্বত বা মিল্লাত ব্যবহার করতে পারেন। তবে আইসকুল ব্যবহার করবেন না। ঠান্ডা লেগে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ