Call

প্রথমে সেটিংস এ যান। তারপর কল সেটিংস এ যান। তারপর Advanced সেটিংস যান। তারপর ব্লাকলিষ্ট অপশন দেখতে পাবেন। সেখান থেকে অন করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

Settings>call setting>advanced setting>blacklist এভাবে ধারাবাহিকভাবে যেয়ে ব্লাকলিষ্ট অন করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোনের সেটিংস এ গিয়ে কল সেটিংস এ যান। তারপর এডভান্স সেটিংস এ গেলেই ব্লাক লিস্ট অপশনটা পেয়ে যাবেন। যে নাম্বারটা ব্লাট লিস্টে রাখতে চান তা লিখে সেভ করে দিন।

Talk Doctor Online in Bissoy App

আপনি প্রথমে আপনার ফোনের মেনুতে যান। তারপরে ডান দিকে সবার নিচে দেখুন Organizer নামের মেনু আছে। সেখানে ক্লিক করুন দেখবেন 8 নম্বর লাইনে Blacklist নামের ফোল্ডার আছে। সেখানে ক্লিক করুন। তারপরে আপনি কল রিজেক্ট অন করতে পারবেন কিংবা যে যে নাম্বার গুলো আপনি ব্লাক লিস্টে লিখেছিলেন সে নাম্বার গুলোও দেখতে পাবেন। ইচ্ছা করলে সেগুলো ডিলেটও করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App