জানা থাকলে বিস্তারিত লিখেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

image ভিডিও ক্লিক করুন

লেবু দিয়ে এখন থেকে চার্জ করা যাবে মোবাইল। তাই রাস্তাঘাটে এবার মোবাইল চার্জ দিতে পাওয়ার ব্যাঙ্ক নয়, সঙ্গে ছয়টি লেবুই যথেষ্ট। জেনে নেয়া যাক বিস্তারিত প্রথমে প্রয়োজন হবে একটি পুরনো ইউএসবি চার্জার ক্যাবল। ‘ইউএসবি’-এ প্লাগ অর্থাৎ যে পাশটি সুইচে লাগানো হয়, সেই অংশটি কেটে নিতে হবে। কাটার পর সেখানে চারটি তার দেখতে পাওয়া যাবে। সেখান থেকে দুইটি তার কেটে ফেলতে হবে। সাদা ও সবুজ রঙের তার কাটতে হবে। এরপর কালো ও লাল রঙের তার রেখে দিতে হবে এবং সেই দুইটি তার কারেন্ট পরিবহনের কাজে লাগানো হবে। এবার কয়েকটি তামার মুদ্রা ও দস্তা দিয়ে লেপা পিন নিতে হবে, যেগুলো ইলেকট্রোড হিসেবে কাজ করবে এবং লেবুর রস ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। কিছু তার ও পেপারক্লিপ নিয়ে এদের একত্রে ছবির মতো করে লাগিয়ে নিতে হবে। এবার ছয়টি লেবুর সঙ্গে ইউএসবির সেই ক্যাবল সংযুক্ত করে মোবাইল চার্জ দিতে হবে। একটি লেবু ০.৯৫ ভোল্ট সাপ্লাই করে। ছয়টি লেবুকে একত্রে সংযুক্ত করা হলে ৫.৭ ভোল্ট পাওয়া যাবে। মোবাইল চার্জ করতে ৫ ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হয়। সূত্র : ওয়েবসাইট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ