২৮ জুলাই মিলনের পর ১ তারিখে সকালে পিউলি খাইয়েছি। ২-৪ তারিখ পর্যন্ত মাসিক হইছে।  অন্য মাসে ৭ তারিখ থেকে ৫/৬ দিন হয়। তাহলে কি গর্ভধারন করেছে...? আর না করলেও কোন ঔষধ খাওয়া লাগবে কি না? অথবা এখন কি করতে পারি। ভাল বুঝিনা। পরামর্শ চাই। হেল্প করবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনার বর্ননা অনুযায়ী প্রেগনেন্ট হওয়ার

মতো কোন সম্ভববনা নাই।


ঔষধের আর প্রয়োজন নাই, এ ধরনের

ঔষধ কখনই বার বার ঘন ঘন খাওয়ানো

বিপজ্জনক।


শুধু মাত্র এগুলো ইমারজেন্সি পিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ