Yakub Ali

Call

এটির পার্শপ্রতিক্রিয়ায় আগের প্রশ্নে যানায়ে

দিয়েছিলামঃ

এটি সেবন করলে খাওয়ার  অতিরিক্ত

রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে, তাই

সাময়িক ভাবে শরির মোটা দেখাবে।

এর ফলে শরির ও লিভার কিডনির উপর

চাপ পরে।

এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে

যাওয়া সহ, অরুচি খিটখিটে মেজাজ সহ

নানা উপসর্গ দেখা দিবে।

তখন রুচি

বাড়ার ভিটামিন ও কাজ হবেনা

এটি নেশার মতো কাজ করে যতক্ষন খাবেন

ততক্ষণ শরির ফুলতে থাকবে, খাওয়া বন্ধ

করলে, সাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা

কোন টাই থাকবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা আপনার নানা ধরনের প্রবলেম হতে পারে হার্ড এর প্রবলেম হতে পারে। এই ফাইলটি যত দিন সেবন করবেন। ততদিন মোটা থাকবেন। পিউটন খেতে খেতে যখন আর খাবেনা। তখন আরো চিকন হয়ে যাবেন। তাই ডাক্তার পরামর্শ অনুযায়ী ভালো ওসুধ খান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ