আমার বয়স ২৬ গত ২০১১ সাল থেকে এক অধভুদ রোগ বোয়ে বেরাছি। অনেক ডক্টর দেখালাম কাজ হচ্ছে না অনেক রিপোর্ট করলাম অনেক টাকার কিন্তু এ পরজন্ত এন্ডস্কপি তে ধরা পরা এইচ পাইলরি ইনফেকশন strongly pojitive তা ছারা আর কিসুই পাই নাই গুরুতর। তাছারা অন্যান্য সকোল টেস্ট করছি কিছুই পাই না। রোগের লক্ষন ঃপিঠের ডান পাশে মাঝ বরাবর কেমন এক্টা কামরানো বেথা কোনো ধরোনের পেইন কিলার অথবা ডক্টর দারা যে সমস্ত অসুদ খেয়েছি তা দারা কোন ভাবেয় কমে না বরং এন্টি বায়টিক আর পেইন কিলার খেলে বেরে যায় বেথা। গ্যস এর অসুধ বেথার তিব্রতা কমে গেলেও সেটা সাময়িক। এ রোগের এ পরজন্ত একটাই সমাধান আমি পেয়েছি সেটা হল প্রতিদিন ঘুম একবারি ঘুমাতে হবে তাও তার ভিতোর একবার এর জন্নে ঘুম ভাংলে চলবে না ১০ ঘন্টা কমের পক্ষে ঘুমাতে হবে এবং তা প্রতি দিন নিয়মিত একি সময়। এর বেতিক্রম হলেই বেথার তিব্রতা প্রচুর বেরে যায় আর কোনো কাজ করতে পারি না শুয়ে থাকতে হয় সারা দিন। মাঝে মাঝে বেথাটিতে হাত দিলে শক্ত মনে হয় এবং সেটি মেসেজ করলে সামনে পেটের দিকে চলে আসে এবং তখন আরো বেশি পেইন হয়। বিদ্র ডক্টর এর দেয়া অতিরিক্ত গ্যস এর অসুধ খেতে খেতে কেমন হয়ে গেছে এখন গ্যস এর অসুধ সকালের টা,বাদ দিলে বুক জালা পোরা করে টক ধেকুর ও উঠে কিন্তু আমার আলসার নেয় সেটা পরিক্ষিত। সমাধান থাকলে জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনি নিজে নিজের আলসার নয়, এই

রকম গ্যারান্টি দিতে পারবেন না, যেহেতু

গ্যাসট্রিকের ঔষধ খেলে কমে, তাই নিয়মিত

গ্যাসট্রিকের ঔপন্যাসিক সেবন করুন অথবা

15 দিন সিরাপ কারমিনা সেবন করুন।


আপনি একজন সাইকোলোজিকেল ডাক্তারের

পরামর্শ নিলে আসা করি সুস্থ হয়ে যাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
ভাই, আপনার রোগের সমস্যায় ঢাকার
কোন বড় ডাক্তার দেখান। সব কিছু করে
কাজ না হলে, আপনি নর্মাল ছেড়ে
প্যারানরমাল এর দিকে আসুন। এই
পৃথিবীতে অনেক কিছু আছে যা দেখা
যায় না। সম্ভবত আপনাকে নষ্ট করা, জাদু
করা, টোনা বা বদ আচর যেটা অনেক দিন
স্থায়ী হবে এমন কোন কিছু হতে পারে।
আপনি বুযুর্গ কোন হুযুর বা এমন কাউকে
দেখান যারা এরকম বিষয় দেখেন। ভন্ড
কারোর কাছে নয়, যারা আসলেই।
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ