Mehedi001

Call

»ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই!! আশ্চর্য না? »জাগ্রত থাকা অবস্থায় মস্তিষ্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা বেক্তি ভেদে আলাদা। কিন্তু আমার স্যার একবার 

বলেছিল বিশিষ্ট বিজ্ঞানী আইনিস্টাইন নাকি তার মস্তিস্কের

দশ ভাগের তিন ভাগ ব্যবহার করেছিন। তারমানে আমরা

তারচেয়ে অনেক কম করি। 

আর জেগে আমরা মস্তিস্কের যতটা ব্যবহার করি ঘুমের সময়

তার দশ ভাগের একভাগ করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ