Share with your friends
Call

যেহেতু এটাও একটা ঋণ।সেহেতু এটার জন্যও দায়ী থাকতে হবে।তবে সিমটাতো মরহুমের পরিবারের একজন হয়তোবা ব্যবহার করবে।এতে ঋণটা পরিশোধ হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমি অনেকজন ইসলামিক গুণীজনদের এই প্রশ্নটা করেছিলাম তাদের উত্তর হলো - না গুনাহ হবে না। কারণ প্রথমত সিম কম্পানি এইটাকার প্রতি কোন দাবি রাখে না । তারা এইটা বিশ্বাস করেই ইমার্জেন্সি ব্যালেন্স দেই যে ঐ টাকা তারা ফিরে নাও পেতে পারে। আর সাধারণত উনার মৃত্যুর পর অন্য কেউ এই সিম ব্যবহার করে অথবা সিম বন্ধ হয়ে গেলে তারচেয়ে বেশি লাভে কম্পানি আবার ঐ সিম বিক্রি করে।

Talk Doctor Online in Bissoy App