আমার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি হচ্ছে 4.21জিবি। এমতাবস্থায় কতটুকু পরিমাণ জায়গা খালি রাখা উচিত? অর্থাৎ কতটুকু পরিমাণ জায়গা খালি রাখলে সেটা আমার ফোনের জন্য ভাল হবে? আর বেশি অ্যাপস ইনস্টল দেয়া কি ক্ষতিকর?  সর্বোচ্চ কতগুলো অ্যাপস ইনস্টল দিব? 


শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

যতটা পারবেন কম অ্যাপ ইনস্টল দিয়ে

রাখবেন, বেশি অ্যাপ ব্যবহার করলে 

মোবাইল প্রচন্ড পরিমাণে স্লো হয়ে যায়, 

তাই মোবাইল স্মুথ ভাবে ব্যবহার করতে

চাইলে কম অ্যাপ ইনস্টল রাখুন, শুধুমাএ

দরকারি অ্যাপ গুলো ইনস্টল করে রাখুন।  


বাকিগুলো মেমোরিতে রাখুন, যখন দরকার

হবে ইনস্টল করবেন, আবার আনস্টল করে

রেখে দেবেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ