কয়েক মাস যাবৎ আমার গোসলের পর গা চুলকায় ৷ সাধারণত গোসলের পর ও গায়ে ঘাম বসলে এমনটি হয় ৷তাছাড়া গায়ে সাবান ব্যবহার করলে অারও বেশি চুলকায় ৷বিশেষ করে বুকে,পিঠে ও পায়ে বেশি চুলকায় ৷ঠিকমত গোসল করতে পারি না ৷এমনকি এখন গোসল করতেও ভয় হয় ৷
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শরিরে পশম থাকার কারণে গোসল করার পর গা চুলকায়। এমনটা আমারো হয়। আপনি গোসল করার পর গায়ে গ্লিসারিন মাখুন। তাহলে আর চুলকাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি যে সাবান ব্যবহার করেন তাতে অতিমাত্রায় ক্ষার অথবা অন্যান্য পদার্থ থাকার কারণে এরকম হতে পারে যা আপনার শরীরের জন্য সহনীয় নয়।

তাই,প্রথমে বলব আপনি যে সাবান ব্যবহার করুন সেই সাবানটি পরিবর্তন করে দেখুন যদি কাজ না হয় তাহলে দ্রুত একজন চর্ম রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার কথা খুলে বলুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ