Call

সেজদায়ে সাহু তিন টি কারনে দিতে হয়।

১.নামাজের কোন ওয়াজিব ছেড়ে দিলে।

২.কোন ওয়াজিব/ফরজ আদায়ে বিলম্ব করলে।

৩.কোন ফরজ/ওয়াজিব আদায়ে উলট পালট 

করলে।

যেকোন নামাজে ভুল হলে সেজদায়ে সাহু দিতে হয়

হোক ফরজ কিংবা নফল।

সূত্র:ফাতওয়ে মাহমুদিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাহু সিজদাহ সকল নামাযের জন্য প্রযোজ্য।তা সুন্নত হোক বা ফরযই হোক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সেজদা সাহু ফরয থেকে নফল সব নামাজে দিতে হবে তা না হলে নামাজ হবেনা! যদি ওয়াজীব ছুটে যায় তাহলে সাহু সেজদা! ফরয ছুটলে আবারও নতুন করে পড়তে হবে সাহু সেজদায় নামাজ হবে না!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাহু সেজদা করার অথ' নামাজ শুদ্ধ করা। আপনার নামাজে যদি অনিচ্ছাকৃত ভুল হয় তখন আপনি সাহু সেজদার মাধ্যমে নামাজকে শুদ্ধ করবেন। সাহু সেজদার ক্ষেত্রে নিদৃষ্ট কোন নামাজ নাই। যখন যে নামাজে ভুল  হবে তখন সে নামাজে সেজদা সাহু করে নামাজ শুদ্ধ করে নিবেন।

আশাকরি আপনার উল্লেখিত প্রশ্নের উত্তর পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ