জী বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
বাচ্চা হওয়ার শর্তই হচ্ছে, বীর্যকে
অবশ্যই ওভামে যেতে হবে। যদি  
ভগাঙ্কুরে পড়ে ও ওভামে না যায় তবে
বাচ্চা হওয়ার কোন সম্ভাবনা নেই।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ranasarkar

Call

আপনার উত্তর হলো হ্যা কারন বীর্য যদি যৌনি মুখে পরে তা হলে শুক্রানো গুলো সাতার কাটতে কাটতে যৌনির ভিতরে চলে যায়। তাই বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বীর্যের মধ্যে যদি সঠিক পরিমাণ শুক্রকীট থাকে এবং তা যদি স্ত্রীর ভঙ্গাংগুরে পড়ে তবে অবশ্যই গর্ভবতী হবে। শুক্রকীট বলতে মাথামোটা ও সূক্ষ্ম লেজযুক্ত বেঙাচির আকারে একরকম জীবন্ত ও চঞ্চলগতি বিশেষ জৈবকোষকে বোঝায়। এরা যেন প্রত্যেক এককোষ-বিশিষ্ট এক একটি সুক্ষ্ম প্রাণী। প্রত্যেকটি শুক্রকীট মাত্র ১/৫০০ ইঞ্চি লম্বা, সুতরাং খুব শক্তিশালী লেন্সযুক্ত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া চর্মচক্ষে এদের দেখাই অসম্ভব। যতক্ষণ অণ্ডের মধ্যে বা তারই কাছাকাছি থাকে ততক্ষণ পর্যন্ত এরা মোটে নড়াচড়া করে না। কিন্তু শুক্রথলিতে পৌঁছে অন্যান্য রসের সঙ্গে মিশ্রণ শুরু হলে তখন থেকেই এদের চাঞ্চল্যের শুরু হয়। এরা তখন লেজ নেড়ে নেড়ে জলের মাছের মতো শুক্রের মধ্যে সাঁতার দিতে থাকে। শুক্রের মধ্যে ভাসতে ভাসতে স্ত্রী-যোনিতে প্রবেশ করবার পরেও কিছুকাল এরা এই ভাবে চঞ্চল হয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। ঐ অবস্থায় অগ্রসর হতে হতে ক্রমে এরা জরায়ুর মধ্যে প্রবেশ করে। সেখানে স্ত্রী-বীজের সাক্ষাৎ পেলেই তার সঙ্গে এদের মধ্যে কোনো একটির সংযোগ ঘটে। একটি মাত্র শুক্রকীটেরই একটি স্ত্রী-বীজের স্ত্রী-বীজের সঙ্গে সংযোগ ঘটতে পারে। তখন ওর মাথাটি স্ত্রী- বীজের বহিরাবরণ ভেদ করে তার ভিতরে গিয়ে প্রবেশ করে, আর লেজটি তার বাইরেই খসে পড়ে যায়। দুইটি বিপরীত জাতের বীজে মিলে গিয়ে এইভাবে তার থেকে নতুন এক ভ্রূণ জম্মায়। আর আস্তে আস্তে ভ্রূন থেকে সন্তানে জন্ম নেয়। শুক্রকীটের সংখ্যা বড় কম নয়। এক এক বারে পুরুষের যতটা শুক্রপাত হয় তার মধ্যে প্রায় পঁচিশ কোটি শুক্রকীট বেরিয়ে আসে। এগুলির মধ্যে প্রত্যেকটি সঙ্গমের জন্য প্রস্তুত হয়ে থাকে। কিন্তু তার মধ্যে সার্থক হয় দৈবাৎ একটি। বাকীগুলি সমস্তই বিনষ্ট হয়। আর প্রত্যেক বারের শুক্রপাতই যে সার্থক হবে,  মানুষের পক্ষে সেও সম্ভব নয়।

আশা করি, বুঝতে পেরেছেন। না, বুঝলে মন্তব্য করবেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই ক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আমি টয়লেট এ গিয়ে আমার কামরস ( যেটা পানী র মত ) পানি দিয়ে ধুয়ে আবার বেসিনে এমনি পানি দিয়ে হাত ধুয়েসি তার পর  আমি আমার গার্ল ফ্রেন্ড এর mp তে সামান্য নক দিয়েসিলাম যে হাত দিয়েই কামরস ধুলাম তো এটাতে কি বাচ্ছা হতে পারে ? September ar 10 মিনস হয়াসিলও কিন্তূ আখন ও মিনস হলো না 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ