শেয়ার করুন বন্ধুর সাথে
আঁখি আমি যে তোমায় ভালবাসি,  তুমি বোঝনা নাকি,  আঁখি আমি যে তোমায় ঐ হ্রদয়ে থাকি, তুমি দেখনা নাকি,  আঁখি আমি যে তোমায় বারে বারে ডাকি, তুমি খোলনা কেন  আঁখি,  আঁখি তুমি আমায় দিওনা ফাকি,? আঁখি আমি তোমায় পেলে হবো লাকি,!!!!!!!
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"আঁখি"

আঁখি! আখি! আখি!

তোর পানে আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি,

মনে হয় সর্বক্ষণ শুধু তোমাকেই দেখি।

তোর কালো কেশ,

লাগে আমার বেশ।

তোর কাজল কালো চোখ,

যেন দেখি অপলোক।

তোর নাকটা যেন বাশি,

তোর মিষ্টি মধুর হাসি, 

কতো না ভালো বাসি।

আঁখি তুইযে আমার সোনা পাখি,

তোকে আমার হৃদ মাঝারে রাখি।

তোকে কাছে পেয়ে আজ আমি অনেক লাকি,

কোনো দিন দিসনা কভু আমায় তুই ফাঁকি।

জুনিয়র কবি@সাগর


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অন্তরঙ্গে নিমীলিত তোমার আঁখি!


তোমার নিমীলিত আঁখি

তিরতির কাঁপা পল্লব যেন আচঞ্চল পাখি!

কী কথা বলে নীরবে, কে জানে?

আমি শুধু চেয়ে থাকি পূর্ণ চোখে…

অথচ তুমি থাকো নীরবে নতমুখে।

যতই টানি কাছে, খুব কাছে

কেন যাও সরে? দূরে, আরো দূরে।


তোমার নিমীলিত আঁখি

আমি অবাক চোখে চেয়ে দেখি।

কপট রাগে সরিয়ে মুখখানি

কেন রাখো ঝুলিয়ে হন্তারক হাসি!

আমি ব্যাকুল, কেবলই ভাসি

ভরা জোয়ারে তৃষ্ণার জল খুঁজি।

আর ছুঁতে চাই গভীর আশ্লেষে

দু’ঠোঁটে কামনার নীরব খুনসুটি!


তোমার নিমীলিত আঁখি…

আমি উদ্বেল উদাসীন,

নির্বিবাদে তোমাতে মিশি।

ভালোবাসি সখি, ভালোবাসি

কেবল তোমার আরাধনাই করি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ