ভাই,এটি সম্পুর্ন ব্যাক্তি নির্ভর। এখন কার যে কেমন খারাপ যুগ।আর মেয়েরা যে কেমন খারাপ হয় সেটা বাবা মা জানে না । বাবা মা যদি এমন এক মেয়েকে পছন্দ করেন যে আপনার মনের সাথে একদমই মিলছে না তবে? সেক্ষেত্রে না পারবেন তাকে ধরতে না পারবেন ছাড়তে? আর ইন্টারনাল টা না হহয় না ই বললাম। আর আপনার পক্ষে এটা বাবা মা কে বলা সম্ভব ও নয়। সেক্ষেক্রে আপনি উত্তম চরিত্রের মেয়েকে দেখে আপনি পছন্দ করে রাখতে পারেন ও তাকে জানাতে পারেন। পরবর্তীতে আপনার বাব মা দিয়ে প্রস্তাব পাঠাতে পারেন। এক্ষেত্রে প্রেমও হলো না, আবার সম্পূর্ন পারিবারিক ও না। মানে দু ক্ষেত্রেই আপনি লাভবান হলেন। সাপও মরলো লাঠিও ভাঙ্গলো না। আপনি ভালো মেয়েকে পছন্দ করে বাবা মার মাধ্যমে বিয়ে করুন। সেটাই বেস্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আর্যাঞ্জ ম্যারেজ ১০০% ভাল। বিয়ের অনুষ্ঠানে সকল আত্মীয়- স্বজন থাকে এবং সমাজের সবার সাথে আন্তরিকতা বৃদ্ধি পায়। ফলে পাছে লোকে কিছু বলে না। সবাই খুব আনন্দ করতে পারে। সবার দোয়া থাকে বিধায় এই বিয়ে চিরস্থায়ী থাকে এবং পরিবারে শান্তি-শৃংখলা পরিপূর্ণভাবে বজায় থাকে। পরিবারের সবার ভালবাসা অর্জন করা যায়। কোন রকম পারিবারিক সমস্যা হলে সকলের সহযোগিতা পাওয়া যায়। সর্বোপরি, সমাজে সম্মানের সাথে চলা যায়। আর প্রেমের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের সম্পূর্ণ বিপরীত। কারো সমর্থন পাওয়া যায় না ফলে এই বিয়েটিতে আত্মতৃপ্তি পাওয়া যায় না। মানুষ সামাজিক জীব। কিন্তু পালিয়ে বিয়ে কিংবা সবার অমতে প্রেম করে বিয়েটা সামাজিকতার মধ্যে পরে না। ফলে তারা সমাজের মানুষের ভালবাসা থেকে বঞ্চিত হয়। আর সারাজীবন এই অভিশাপের বোঝা বয়ে বেড়াতে হয়। প্রেমের বিয়েতে পরিবারের কারো মত থাকে না বিধায় কোন দাম্পত্য সমস্যায় কারো কাছে থেকে তেমন কোন সাহায্য পাওয়া যায় না। তাছাড়া আরো অনেক কারণ আছে, যা লিখলে অনেক বড় লেখা হবে। সর্বশেষ একটা তথ্য দিয়ে রাকি... বাওংলাদেশে বিবাহ বিচ্ছেদের শতকরা ৩৮ ভাগ যার মধ্যে প্রেমঘটিত সম্পর্কের বিচ্ছেদের হার শতকরা ৩৪ ভাগ। সারা বিশ্বের তুলনায় নাই বা বললাম। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
222222

Call

বাবা মায়ের পছন্দ মত বিয়ে করা ভাল হবে কারন তারা অাপনাকে শিশু কাল থেকে লালন পালন করে অাসছে।এবং পিতা-মাথার অবাধ্য সন্তান কক্ষনো সুখি হতে পারে না।এবং তাদের জন্য ইহকাল ও পরকালের শাস্তি অপেক্ষা করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক কথায় মা-বাবা যেন কষ্ট না পায়। এখন প্রেম করে অথবা প্রেম না করে বিয়ে করোন। আপনার শিশুকালের কথা সরণ করুন। মা-বাবা আপনার জন্য কতো কষ্টইনা করেছে। আর এখন জীবনে এত বড় পদক্ষেপ নিচ্ছেন আপনাকে অবশ্যই পিতামাতার সম্মতি নেয়া উচিৎ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাবা মা এর মতে ,কিন্তু কিছুক্ষেএে আপনার ব্যক্তিগত ব্যাপার যদিও ইসলাম ধর্মে বিয়ের আগে প্রেম সর্মথন করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ