আপনাকে পড়তে হবে প্রচুর। পড়ার কোন বিকল্প নাই। প্রতিদন ভোরবেলা ফজরের সময় উঠে নামাজ পড়ে বাইরে হাটবেন,তারপর এসে হালকা কিছু খেয়ে পড়তে বসবেন। একটানা নয়টা। কারপর সকালে খাবার খাবেন তারপর আবার পড়া। ১১/১২ টার দিকে উঠবেন। উঠে গোসল খাওয়া নামাজ শেষ করে একটু বিশশ্রাম নিবেন। তারপর নামাজ পড়ে বিকালে খেলাধুলা করবেন।তারপর এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কিছু খেয়ে আবার পড়তে বসবেন। নামাজের জন্য শুধু উঠবেন। তারপর খাওয়া দাওয়া করবেন। তারপর আবার পড়া।১১ টায়  কিছুক্ষন কৃরআনশরীফ পড়ে উঠে ঘুমিয়ে পড়বেন।।মনে রাখবেন রেজাল্ট ভালো করার শর্ত::


প্রথমত, পড়বেন, তা কিছুক্ষন পরে লিখবেন।

দ্বিতীয়ত তা রিভিশন করবেন।

তৃতীয়ত আবার রিভিশন দিবেন।।

অর্থ্যাৎ পড়ার কোন বিকল্প নাই।

Talk Doctor Online in Bissoy App