Call

ভাই যতই চেষ্টা করুন,আমার মনে হয় না,আপনি এই পয়েন্ট নিয়ে ফেনী সরকারি কলেজে চান্স পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনে কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে উক্ত কলেজের ভিপি এর সাথে যোগাযোগ করতে পারেন । তারা চাইলে আপনাকে কলেজে চান্স দিতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইয়া আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কম|কারন আপনার পয়েন্ট কম।তবু ও আবেদন করুন। আর ওই কলেজ এর ভিপি এর সাথে যোগাযোগ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমান সময়ে বাংলাদেশ একটি ঘুষের দেশ তো আপনি ফেনী কলেজ কলেজে ভর্তি হতে পারবেন । যদি আপনার ঘুস সঠিক স্থানে প্রয়োগ করেন । তাহলে আপনি ভর্তি হতে পারবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

তানবির,আপনাকে সম্ভবত আগে আরো একবার ফেনী কলেজে ভর্তির ব্যাপারে উত্তর দিয়েছিলাম।যাহোক আবার বলছি,আপনার যে পয়েন্ট তাতে করে চান্স পাওয়ার সম্ভাবনা কম তবে আমার মনে হয় আপনি অপেক্ষামান তালিকায় ৫০ মধ্যে থাকবেন।আর যদি তাই হয় তবে ভর্তি হতে পারবেন,কারন প্রতিবারই অপেক্ষামানের প্রায় ৫০ জনের মত ভর্তি হতে পারে।


আর যদি চান্স না পান তবে আপনি জয়নাল হাজারি কলেজ(পাবলিক কলেজ),ছাগলনাইয়া সরকারি কলেজ,মৌলভি সামছুল করিম কলেজ এর যেকোন একটিতেও যদি ভর্তি হতে পারেন তবে আপনি কলেজ ট্রান্সফার করে ফেনী সরকারিতে আসতে পারবেন।(এমন তিনজন ছাত্রকে আমি হিসাব বিজ্ঞান পড়িয়েছি যারা ছাগলনাইয়া সরকারি থেকে ট্রান্সফার হয়ে ফেনী কলেজে আসছে,তারা গত বছর পাশ করেছে।আবার ২০১২ সালে একজনকে হিসাব বিজ্ঞান পড়িয়েছি যে হাজারি কলেজ থেকে ফেনি কলেজে এসেছে।ট্রান্সফার হওয়া সম্ভব।)


ঘুষ বা দূর্নিতি করে ভর্তি হতে অনেক জামেলা পোহাতে হবে,বিশেষ করে প্রতারণার শিকার হতে পারেন খুব সহজে।তবু বলছি যদি সম্ভব হয় নিজাম হাজারী কে দিয়ে কাজ হবে,আর না হয় কলেজের বর্তমান ভিপি তপু বা অন্য কাউকে দিয়েও কাজ হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ