আপনি তাদের মেসেজ দিয়ে নিষেধ করুন- "দয়া করে তোমরা  আর আমাকে ফোন দিওনা। তোমরা ফোন দিলে আমি বিরক্ত হই।"  এই জাতিয় মেসেজ লিখে যে সকল নাম্বার থেকে মেসেজ আসে সে সকল নাম্বার মার্ক করে মেসেজ গুলো সেন্ড করে দিন। 

আর তাতে যদি কাজ না হয় তে, এর সমাধান হলো কল ব্লোক বা সিম চেন্জ।   হ্যান্ডসেট টি যদি অ্যান্ড্রুয়েড হয় তবে কোনো খরচ ছাড়াই গুগল প্লে স্টোর থেকে Truecaller - Caller ID & Block অ্যাপ দিয়ে unknown  নাম্বার গুলো ব্লোক করতে পারবেন। আর যদি সাধারন মোবাইল হয় তবে, সিমে কল ব্লোক সার্ভিস চালু করে যে সকল নামাবার থেকে আপনাকে বিরক্ত করে সে সকল নাম্বার ব্লোক কনে রাখুন। এর জন্য মাসিক চার্জ প্রযোজ্য হবে। 

আর তা না হয় সিম চেন্জ করে অন্য সিম ব্যবহার করুন।  এছাড়া আর কোনো বুদ্ধি খুঁজে পেলাম না। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি তাদেরকে বুঝিয়ে বলুন যে আমাকে ডিস্টাব করবেন না কারন এতে আমার অনেক ক্ষতি হয় এতে না সমাধান হলে বলুন যখন ইচ্ছা তখন ফোন বা SMS করবেন না কারন আমার বাবা মা অনেক চালাক এসব জানলে মার ধরো করতে পারে ।এটা বলে দেখুন ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App