Call

ওইটা আপনার রুচিবোধ আর চাল-চলন এর উপর নির্ভর করে,কোন স্টাইলে ভালো লাগবে সেটা আপনি নিজেই ভালো জানেন। যে সুন্দর চিনে সে নিজের সৌন্দর্য ও বজায় রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লম্বাটে মুখ তুলনামূলক ভাবে একটু শুকনো দেখায়। সেজন্য হেয়ার কাটটি এমন হতে হয় যাতে করে মুখ কিছুটা ভারী লাগে। লম্বাটে মুখের জন্য লম্বা চুল বা স্ট্রেইট ধরণের হেয়ার কাট একদমই ভালো লাগে না। লম্বাটে মুখের সাথে লেয়ার ধরণের হেয়ারকাট বেশ ভালো মানায়। এতে মুখের ওপরের অংশ ভারী দেখায় এবং মুখ একটু কম লম্বা দেখাবে। এছাড়া লম্বাটে মুখে সামনের চুল বড় করে ব্যাক ব্রাশ হেয়ার অনেক ভালো মানায়। এমন হেয়ার কাট দিন যাতে সামনের চুল বড় থাকে এবং দু পাশের চুল ছোট থাকে। এতে মুখের লম্বাটে ভাব দূর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

image

image


পচ্ছন্দ হলে এই দুইভাবে রাখতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ