আমি এবার প্রথম বার TV কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে কি কি বিষয় দেখে TV ক্রয় করতে হবে? (14“-17“) কিস্তিতে ক্রয় করলে কি কি নিয়ে যেতে হবে এবং নগদ কত টাকা জমা দিতে হবে?
Share with your friends

আপনি প্লাজমা অথবা এলইডি কিনলে সবচেয়ে ভাল হবে।আর যদি খেলাধুলা বেশি দেখতে ভালবাসেন তাহলে প্লাজমা টিভিই ভাল হবে।প্লাজমতে ছবি বেশি বাস্তব মনে হয়। আর খেয়াল রাখবেন টিভির শব্দের মান কেমন, নিয়ে যাবেন ভোটার আইডি কার্ড।তাহলেই হবে। ৫০% দিতে হয়। শো রোম বেধে ভিন্ন হতে পারে

Talk Doctor Online in Bissoy App

আপনি কিস্তিতে কিনতে চাইলে আইডি কার্ডের ফটোকপি

 ২কপি ছবি ২ জন সাক্ষী এবং তাদের আইডি কার্ডের 

ফটোকপি এবং অর্ধেক দাম নগদ দিতে হবে,

এবং বাকি টাকা ৬মাসে পরিশোধ করতে হবে,

ব্রান্ড হিসাবে ওয়াল্টন কোম্পানির টিভি ভালো হবে,

এলসিডি বা এলইডি কিনবেন এক্ষেত্রে এলইডি ভালো হবে।


Talk Doctor Online in Bissoy App