শেয়ার করুন বন্ধুর সাথে

রাসূল (সঃ) বলেছেন, “ওহে, অবশ্যই যারা তোমাদের পূর্বে ছিল তারা ৭২ দলে বিভক্ত ছিল এবং অবশ্য্ই আমার এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ইহাদের সকল দলই দোযখে যাবে এক দল ব্যতিত। সাহাবা (রাঃ) জিজ্ঞেসা করলেন, “ইয়া রাসূলুল্লাহ, সেটি কোন দল? নবী (সঃ) বললেন, ” আমি এবং আমার সাহাবীগণ যার উপর আছি, তার উপরযারা থাকবে।" (তিরমিজী ও আবু দাউদ, রেওয়ায়েতে মেশকাত শরীফ ১ম খন্ড, হাদীস নং- ১৬৩) রাসূল সাঃ বলেছেনঃ "আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একদল ব্যতীত সবাই জাহান্নামে যাবে" তারা বললেন, কারা যাবে? ও আল্লাহর রাসূল। তিনি বললেনঃ "যারা আমাকে ও আমার সাহাবীদের অনুসরণ করে"-(তিরমিদ ২৬৪১, হাদিসের সনদ হাসান, আল ইরাকীও সনদ হাসান বলেছেন, আলবানী সহী বলেছেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ