অবশ্যই যাবে।যেমন ধরুন, স্থূলকোণী ত্রিভূজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের এবং ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটি একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য যা প্রমাণ করতে পিথাগোরাসের উপপাদ্যকে সূত্র হিসেবে নেওয়া হয়। এরকম বহু উদারণ থেকে বলা যায় যে, আপনার কৃত প্রশ্নটির উত্তর 'হ্যা' হবে। আরো কিছু জানার থাকলে প্রশ্ন করুন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ