ইউসি ব্রাউজার আপডেট ভার্সনটা চালান। অনেকটা সাশ্রয় হবে আপনার প্রিয় ডাটা। অপেরা ম্যাক্স টাও খারাপ না। এই দুটোর মধ্যে যেটি আপনার বুঝতে সুবিধা হবে সেটি ব্যাবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যে ব্রাউজার দিয়েই ইন্টারনেট ব্যবহার করেন না কেন আপনার হ্যান্ডেটটিতে যদি এমন কোনো অ্যাপ্স থাকে যা ডাটা কানেকশন চালু করার সাথে সাথে সক্রিয় হয়ে যায় (ইমেইল,ফেসবুক,গুগল ইত্যাদি অ্যাপ্স) তা হলে আপনার ডাটা দ্রুত শেষ হয়ে যাবে।  সেক্ষেত্রে আপনি NoRoot Data Firewall বা Opera Max - Data saving app ব্যবহার করেন। তুলনামূলক ভাবে ডাটা কম খরচ হবে। এ ব্যাপারে যদি আরো কোনো কিছু জানার থাকে তবে মন্তব্য করতে পারেন।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

আমার থেকে ছোট্ট একটা টিপস, আপনি

যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, সেটি 

সব সময় সেটি আপডেট রাখবেন।

মোবাইলের সকল এ্যাপস আপডেট করে

রাখবেন।

ব্রাউজারের Data save Extreme mode

এ রাখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ