Call

কিছু টিপস দিলাম চেষ্টা করুন মানতে: ১.আড্ডা দেওয়া কমিয়ে দিন ২.যতটুকু সম্ভব ভালো খাবার খাবেন। ৩.পকেটে কম টাকা নিয়ে বাসা থেকে বের হউন। ৪.যে কাজগুলোতে বেশি টাকা ব্যয় হয়,ওই কাজগুলো হতে দূরে থাকার চেষ্টা করুন। ৫.খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করুন। ৬.টাকা আসার পিছনে পরিশ্রমের কথা ভাবুন। ৭.মানুষকে দান করুন,বুঝবেন টাকার গুরুত্ব। ৮.সবসময় ভালোকাজে টাকা ব্যয় করার চেষ্টা করুন ৯.নিজের মন-মানসিকতা চেঞ্জ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

দেখুন এই বিষয়টা একান্তই আপনার ব্যাক্তিগত ইচ্ছা।অর্থাৎ এটা সম্পুর্ন আপনার নিজের উপর নির্ভরশীল।আপনি কি কি কারণে এত টাকা খরচ করেন আগেই সেটাই খুজে বের করুণ।আপনার প্রয়জনে টাকা খরচ করেন নাকি অযথায় টাকা করেন এটা একমাত্র আপনিই ভাল জানেন।কিন্তু এই রকম কারনেও টাকা মোটামুটি অনেক খরচ হয় যেমনঃ বেশি বন্ধু বান্ধব থাকার কারন, তাদের সাথে আড্ডা দেয়া কোনো জায়গায় ঘুরতে যাওয়া।কোনো বাজে নেশা থাকার কারন।বেশি বেশি ইন্টারনেট উইজ করা।গার্ল ফ্রেন্ড থাকার কারনে টাকা খরচ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ