হ্যা খরচ আছে, লেনদেনের জন্য সোনালী ব্যাংকে দুটি হিসাব খোলা যায়। ১/ চলতি

       ২/ সঞ্চয়ী

চলতঈ হিসাবটি বড় বড় ব্যবসায়ীদের জন্য।

আর, সঞ্চয়ী হিসাবটি নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে চাকুরী জীবী রা এই হিসাবটি খুলে থাকেন।

ব্যাংকের নিয়ম অনুযায়ী ১/ চলতি হিসাব খুলার জন্য  প্রাথমিক ৫০০০/= টাকা জমা দিতে হবে। টাকাটি আপনার হিসাব নাম্বারে জমা থাকবে। তার মধ্যে পরবর্তী লেনদের সময় ৩০০০/= টাকা উত্তোলন করতে পারবেন।

সব সময় আপনার হিসাবটিতে ২০০০/= স্থীতি রাখতে হবে।

২/ আর, সঞ্চয়ী হিসাব খোলার সময় ১০০০/= জমা দিতে হবে।

যার মধ্যে ৫০০/= টাকা উত্তোলন করতে পারবেন।

সর্বনিম্ন ব্যালেন্স ৫০০/= রাখতে হবে। 

এই দুটি হিসাব হলো লেনদেনের জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ