আমি অনলাইনে পলিটেকনিকালে ভর্তির জন্য আবেদন করছি । আমি মেসেজ অপশনে প্রথম শিপটের জন্য A দিয়েছি এখন আমার কলেজ চয়েজে সেকেনড সিপট লেখাটা দেখতে পারছি চয়েজ দিয়েছি জানি না এখন যে কি হবে
শেয়ার করুন বন্ধুর সাথে

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী: ১. ভর্তিচ্ছুক প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) প্রথমে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট- www.techedu.gov.bd এর Home page হতে অনলাইন ভর্তি (ডিপ্লোমা পর্যায়) button এ click করে application form open করে যথাযথভাবে পূরণ করতে হবে । আপনি অযথা চিন্তা করতেছেন। আপনার ভর্তি সম্পন্ন হয়েছে। একারণেই সর্বদা নিয়মাবলি পড়ে যেকোন কাজ করতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ