ক্লোন ফোন কত দিন চলবে,যে রকম ফিচার দেওয়া থাকে তা পাওয়া যায় কিনা
শেয়ার করুন বন্ধুর সাথে
MrXrand1

Call

যা ফিচার দেওয়া থাকে সব ভুয়া আর থাকলেও "সস্তার তিন অবস্থা" চালালে বুঝবেন বাড়ে বাড়ে হ্যাং মারবে ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ ভাল না আরও নানা সমস্যার সম্মুক্ষিন হবেন | ফোন কিনলে অরিজিনাল ফোন কিনুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

একদম ক্রয় করা ঠিক হবেনা। আমি নিজেও

এবং অনেক জন, বলা যায় সবাই ক্রয় করে

গচ্ছা গেছে সব টাকা, এগুলোর চমকপ্রদ

বিজ্ঞাপন দিয়ে মানুষ কে বোকা বানিয়ে টাকা

হাতিয়ে নেওয়ার মতো অবস্থা।

যে রকম ফিচারের কথা বলা হয়, কোনটাই

সঠিক ব্যবহার উপযোগী নয়।

ব্যাটারী, রেম রোম, গিগাহার্জ কোনটাই ভাল

নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ