আমার ইচ্ছা অনেক যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করি ।  কিন্তু কমার্স থেকে ৪.৩৯ পেয়ে ঢাকার কোন সরকারি পলিটেকনিক এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্টাডি করতে পারবো কিনা জানি না।  এ ব্যাপারে কেউ হেল্প করলে খুবই উপকৃত হব।  যদি সরকারি তে চান্স না ও পাই, এক্ষেএে আমি আমার স্বপ্ন পূরণে কি উদ্যাগ নিতে পারি??


Share with your friends

হ্যাঁ. আপনি চান্স পেতে পারেন । তবে আপনাকে প্রথম চয়েস হিসাবে ঢাকার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App

এই রেজাল্ট নিয়ে ঢাকাতে সিভিলে চান্স পাওয়া আপনার পক্ষে একটু কঠিনে হবে। কারণ অনেকে সিভিলে এ প্লাস পেয়েও ভাল কলেজে চান্স পায় না। চান্স পেতে চাইলে আপনাকে ঢাকার বাইরের কলেজে চয়েস দিতে হবে। চান্স হলে হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Upate

Call

হ্যাঁ চান্স পেতে পারেন তবে চান্স পাওয়া খুব কষ্ট হতে পারে কারন অনেকেই আরো ভাল রেজাল্ট করে চান্স পায় না।আমিও ইন্জিনিয়ারিং পড়ি,যে কোন বিষয়ের উপর ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পার 01989733616

Talk Doctor Online in Bissoy App
MrXrand1

Call

চান্স পাবেন কিনা সঠিক বলা যাচ্ছে না প্রথমে আপনাকে অনলাইননে আবেদন করা লাগবে তারপর আপনার আবেদন গ্রহন করা হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে | তারপর আপনি ভর্তি হতে পারবেন

Talk Doctor Online in Bissoy App

আমার মনে হয় না আপনে ঢাকায় সরকারি পলিটেকনিক এ সিবিলে চান্স পাবেন ………বরং আপনে অন্য জিলায় ট্রাই করে দেকতে পারেন……আর হে পলিটেকনিক এ ভর্তি হতে হলে রেজাল্ট থেকে ও আপনার মেধা শক্তি থাকতে হবে অর্থাৎ বেসিক জিনিস জানতে হবে………

Talk Doctor Online in Bissoy App