আমি মনে করি তোমার পলিটেকনিকে পড়া ভাল হবে। এখান থেকে বের হয়ে তুমি ছোট হউক আর বড় হউক একটা জব করতে পারবে। আমি তোমাকে মেকানিক্যালে পড়ার জন্য সাজেস্ট করতেছি। বর্তমানে মেকানিক্যালের কদর বেশি। আর ইলেকট্রিক্যাল এবং সিভিল টেকনোলজি থেকে সরকারী বা বেসরকারী পলিটেকনিক থেকে অনেক শিক্ষার্থী ডিপ্লোমা করে বের হচ্ছে। তাই সিভিল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রতিযোগীতা বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

মানবিক থেকে আপনি অসাধারণ রেজাল্ট করেছেন,অভিনন্দন আপনাকে।ভাই,আর্থিক অবস্থা খারাপ বলে পড়ালেখা বন্ধ হবে তা কিন্তুু নয়।আমার অবস্থা ও ঠিক আপনার মত,সেই ইন্টারের পর থেকেই জোড়াতালি দিয়ে নিজ আয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছি।তাই বলি আমি পারলে আপনি পারবেন না কেন?

টেকনিক্যাল নয়,আপনি জেনারেল লাইনেই পড়েন,সরকারি কলেজে খরচ অনেক কম,দুই বছরে সেশন ফি,ফিস,আর ফরম ফিলাপ সহ বড়জোর আপনার ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হবে।আপনার রেজাল্ট ভালো,ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করুন।আপনি চান্স পাবেন আশা করি।বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আপনার লাইফ+দৃষ্টিভঙ্গি দুটোই পরিবর্তন হবে।আপনি সফল হবেন এটা নিশ্চিত করে বলতে পারি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ