Call

আপনি আপনার মামাতো বোনকে বলবেন কোনো কথা বলার সময় যেন ধীরে বলে,, যেহেতু মেয়েটি এখনো ছোটো তাই এখনি এ সম্পর্কে তেমন টেনশন করার দরকার নেই হতে পারে বয়স হলে ঠিক হয়ে যাবে,, তবে খুব বেশী সমস্যা মনে হলে হোমিওপ্যাথিক ডাক্তারের সরনাপন্ন হোন,, কুরআন কে সর্ব রোগের মহাঔষধ বলা হয় তাই আপনি নিজেই তাকে নিম্নলিখিত সূরাটি আয়ত্ত করাবেন এবং প্রতিনিয়ত পড়তে বলবেন। সূরা :- -“ ﺭﺏ ﺯﺩﻧﻲ ﻋﻠﻤﺎ ” -“ ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲ ﺃَﻣْﺮِﻱ ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِّﻦ ﻟِّﺴَﺎﻧِﻲ ﻳَﻔْﻘَﻬُﻮﺍ ﻗَﻮْﻟِﻲ ” এতে করে মুখের জরতা দূর হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ