মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার জন কন্যা ছিলেন।


চার জনের ৩ জনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। শুধুমাত্র ফাতেমা (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইন্তেকাল করেন।


তাঁরা হলেন,

১। যায়নাব (রা.)


২। রুকাইয়া (রা.)


৩। উম্মে কুলছুমম (রা.)


এবং ৪। ফাতেমা (রা.)।



তাঁদের মৃত্যু


১ম কন্যা যয়নব (রা.)'র স্বামী ছিলেন আবুল আস ইবনুর রবী (রা.)। যয়নব (রা.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন।


২য় কন্যা রুকাইয়া (রা.)'র স্বামী ছিলেন উসমান (রা.)। রুকাইয়া (রা.) ইন্তেকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। হিজরতের ২য় বছরের রমযান মাসে তিনি ইন্তেকাল করেন। 


৩য় কন্যা উম্মে কুলছূম (রা.)'র স্বামীও ছিলেন উসমান (রা.)। রুকাইয়া (রা.)' ইন্তেকালের পর তিনি উম্মে কুলছূম (রা.)-কে বিয়ে করেন। উম্মে কুলছূম (রা.) ইন্তেকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ৯ম হিজরীতে। 


৪র্থ কন্যা ফাতেমা (রা.)'র স্বামী আলী (রা.)। ফাতেমা (রা.) ইন্তেকাল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ