আমার এক বড় ভাইয়ের ফোনে jellybean থেকে kitkat আপডেট দেয়ার পর নেট চালাতে পারে না।নেট কানেকশন চালু করলে ফোনের ডিসপ্লেতে কাজ করে না।ফোন হ্যাং করে। ব্রাউজারে ঢুকলে screen এ কোন কাজ করে না।এটা কি আবার jellybean করলে আগের মত হবে।যদি হয় তবে jellybean বানাব কিভাবে?


Share with your friends
Call

মডেল মিলিয়ে, ফ্লাস ফাইল নামিয়ে নিন। এরপর পিছিতে ফ্লাস করবেন। এতে সমসসা সমাধান হতে পারে। এক্সপার্ট হেল্প নিতে পারেন। আমার স্যামসাঙ নোট ২.৪.১ জিংজার থেকে ৪.১.২ জেলিবিন করেছি। আমার টা SHV E-160S 4G LTE original ...  করিয়া থেকে আনা।

Talk Doctor Online in Bissoy App