আমি মাদ্রাসা থেকে 2016 সাল এ GPA 4.28 পাইছি। এখন diploma engineering পরতে চাই।তাই diploma এর subjects কবে ভর্তি হবো এবং কিভাবে ও কোথায় কোথায় choice দিতে পারবো এবং কোথায় chance পাবো এগুলো সম্পর্কে সব জানতে চাই।
Share with your friends

আপনার ভর্তি সম্পর্কে বিস্তারিত জনানো হলো.................


১.  ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কোনো পরীক্ষা ছাড়াই এস.এস.সি রেজাল্ট ৩.৫০ ও গনিতে

বা উচ্চতর গনিতে ৩.০০ থাকলে ভর্তির জন্য সরাসরি মোবাইলে আবেদন করতে পারবেন

বা ফরম তুলেও আবেদন করতে পারবেন। ২০১৩,২০১৪,২০১৫ সনের এস.এস.সি পাশকৃত শিক্কার্থীরা আবেদন করতে পারবেন।


২. বেসরকারী পলিটেকনিকে ভর্তি হতে হলে এক্ষেত্রে জিপিএ ২.৫০ থাকলেই চলবে. ২০০৬-২০১৫ সনের পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. অনলাইনে আবেদন করলে ১০ টা টেকনোলজি/ বা ট্রেডে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ১৫০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

৪. সরকারি পলিটকনিক সমূহে-অনলাইনে ভর্তির জন্য Website: www.techedu.gov.bd সাইট এ ভিজিট করুন

সরকারি টেক্সটাইলে অনলাইনে ভর্তির জন্য বস্ত্র পরিদপ্তর বরাবর আবেদন করুন ([email protected])

৫. ভর্তি সম্ভ্যাব্যতা রেজাল্টের উপর নির্ভর করবে-এস.এস,সি তে চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দিয়ে সর্বো নম্বর ৪৮ ধরা হবে।

(১০*৫=৫০-২)=৪৮।

৬. মেধা তালিকা বিবেচনায় গণিত ও উচ্চতর গণিতের পয়েন্ট বিব্দচনা করা হবে। এর পরেও মেধাক্রম করা না গেলে-

ইংরেজি,পদার্থ,রসায়ন সাবজেক্টের পয়েন্ট বিবেচনা করা হবে।

৭. ভর্তিতে কোটা পদ্ধতি চালু থাকবে-

মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের সন্তানদের=৫%

এস.এস.সি ভোকেশনাদের উত্তির্ণদের=১৫%

শিক্ষক ,কর্মচারি= ২%

Talk Doctor Online in Bissoy App