আমি wapka.mobi থেকে একটা Wabsite খুলেছি... আমি সেখানে Video, Game, ও ইত্যাদি Upload করতে চাই কিন্তু পারছি না.. বিভিন্ন প্রকার এড দিতে চাই কিন্তু পারছি না. এগুলো কিভাবে করব? মানুষ বলে wapka থেকে নাকি টাকা আয় করা যায় এটা কিভাবে.. সকল প্রশ্নের উত্তর বিস্তারিত দিবেন প্লিজ!
Share with your friends
Call

এইগুলো আপলোডের জন্য Content Manger এ যেতে হবে। আর আপনি টাকা ইনকাম করতে পারেন আপনারে ওয়েব সাইটে বিভিন্ন Ads দিয়ে।

Talk Doctor Online in Bissoy App

প্রথমে বলে রাখি সাইট তৈরি করে আয় করা সোজা কথা না ।এতে প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হয় এবং শ্রম দিতে হবে ।ইন্টারনেট জগতে লক্ষ লক্ষ সাইট রয়েছে । অন্যদিকে ওয়াপকাতে ফাইল আপলোড দিতে হলে content manager এ গিয়ে আপলোড দিতে হবে ।নিচে অনুসরণ করুণ... ধরি যদি কনো এ্যপস আপলোড দিতে চান তাহলে প্রথমে cm এ software এ গিয়ে একটি ডাইরেক্টোরি/ফ্লোল্ডার তৈরি করুণ ।যেমন :java apps ।ওখানে আপলোডে গিয়ে আপলোড দিন । এখন হোমপেজে গিয়ে edit text/new page গিয়ে Software নামে একটি পেজ তৈরি করুণ । এবার সেখানে Edit text : wml/xhtml code এ গিয়ে নিচের কোডটি পেস্ট করুণ ।কাজ শেষ । :list-category-software:, :: %lname% %total%:: :/list-category-software: এখন থেকে কন্টেন ম্যানেজারে software ফোল্ডারে যত গুলো ডাইরেক্টোরি তৈরি করবেন সবগুলো ঐ page এ শো করবে । এরপরও বুঝতে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুণ ,ধন্যবাদ । আর এডস যোগ করতে বিভিন্ন এডস এর সাইট গুলোতে চেষ্টা করুণ ।

Talk Doctor Online in Bissoy App