Call

এটি আপনার ফোনের চার্জারের সমস্যা,, এর সমাধান একটাই আপনাকে আপনার চার্জারটি পরিবর্তন করতে হবে।

Talk Doctor Online in Bissoy App

এর কয়েকটি কারন থাকতে পারে। প্রথমত চার্জার সমস্যা এজন্য আপনি চার্জার চেঞ্জ করতে হবে। দিত্বীয়ত ব্যাটারী সমস্যার কারনে এরকম হয় , তৃতীয়ত চার্জিং কানেক্টর থেকে অসুবিধা করতে পারে তাই সঠিক সলোশন পেতে হলে আপনাকে ভালো একজন ইঞ্জিনিয়ারকে মোবাইল ফোনটি দেখাতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

এটি আপনার ফোনের চার্জারের সমস্যা,, এর সমাধান একটাই আপনাকে আপনার চার্জারটি পরিবর্তন করতে হবে। এমন একটা চার্জার কিনুন যেটা বর্তমান চার্জার থেকে output বেশি দিবে।

Talk Doctor Online in Bissoy App

টি সাধারণত তিন ধরনের সমস্যার কারণে হয়ে থাকে ১.ব্যাটারি ২.চার্জার ৩.মোবাইলের চার্জার পিন(যেখানে চার্জার পিন প্রবেশ করা হয়) এগুলোর মধ্যে কোনটির কারণে charging error দেখাচ্ছে, সেটা আপনি নিজেই বাছাই করতে পারেন এজন্য আপনাকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে।প্রথমে ব্যাটারি পরিবর্তন করে চার্জে দিতে হবে।যদি error দেখায় তাহলে ব্যাটারির সমস্যা নেই।এরপর চার্জার পরিবর্তন করতে হবে তারপরও যদি error দেখায় তাহলে আপনি নিশ্চিত যে মোবাইলের চার্জার পিনের সমস্যা।charging error না প্রদর্শন করলে চার্জারের সমস্যা।এগুলো আপনাকে ভেজাল মনে হলে মোবাইল ম্যাকারকে দেখিয়ে ঠিক করে নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার ফোনেও এই সমস্যা হচ্ছিল। আমি ফোনের চার্জার আইসি চেঞ্জ করে এই সমস্যা থেকে সমাধান পাই।এবং আপনিও পেতে পারেন

Talk Doctor Online in Bissoy App