আমি আমার মার সাথে কথা বলছিলাম। এমন সময় মা আমার বৌ এর অনেক দৌষেের কথা বলে আমি বলি সে জদি এরকম কথা বলে আমি তাকে এক তালাক দুই তিন তালাক দিব । এখানে ইশলামি শরিয়া কি বলে । এগুলো আমার বৌ কিছু জানেনা ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনি যেহেতু বলছেন তালাক দিবেন তাই তালাক কার্যকর হয়নি।

রাসুল সঃ বলেছেন ইসলামে তালাক দেওয়া

একটি ঘৃনিত কাজ, বিয়ের পর যেন কেউ

তালাক সব্দটি বেশি উচ্চারণও না করে।

ইসলামের দৃষ্টিকোণ  উপরুক্ত নিয়মে তালাক

পতিত হয়নি।

তবে মনে মনে রাখবেন,সরাসরি এক তালাক,

দুই তালাক,তিন তালাক, বললে কিন্তু তালাক কার্যকর

হয়ে যাবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ