যদি কেউ পরিবারের চাপে স্বামী স্ত্রী লিখিত ভাবে তালাক দেয় মুখে না বলে সেটাকি শরিয়ত মতে তালাক হবে এবং পরে আবার এক সাথে হতে চাইলে কি করতে হবে ।
শেয়ার করুন বন্ধুর সাথে
rana131278

Call

যোর করে তালাক দেওয়ালে সেটা আইনসম্মত কিন্তু ইসলাম সম্মত না।আইন মানবে ইসলাম নয়।পুনঃরায় বিয়ে করতে চাইলে ৯০ দিন পরে হিল্লাহ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বামী এবং স্ত্রী উভয়েই বা যেকোন একজন যদি তালাক দিতে রাজি থাকে তা হলে সেটা শরিয়ত মোতাবেক তালাক হবে। অন্যথায় হবে না। তালাক প্রাপ্ত স্বামী স্ত্রী যদি এক হতে চায় তা হলে তারা পূনঃবিবাহ করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ