ঐই ভাবে করলেই হবে, তবে ডাটা গুলো ঠিক থাকবে না । সব চলে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি ফোন রিসেট দিয়ে প্যাটার্ন লক খুলতে চান সেক্ষেত্রে আপনার ডাটা সব মুছে যাবে। তবে একটি উপায় আছে এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। এই প্রক্রিয়ায় আপনি আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যাবহার করে কোন ডাটা না হারিয়েই ফোনটি আনলক করতে পারবেন। বেশ কয়েকবার ভুল প্যাটার্ন আঁকুন। এভাবে কয়েকবার ভুল প্যাটার্ন আঁকার পরে একটি রিকভারি বার আসবে। সেখানে লেখা থাকবে " To unlock, sign in with your Goolge account " এবং নিচে ই-মেইল আইডি ও পাসওয়ার্ডের ঘর থাকবে। এবার আপনি ফোন প্রথমবার সেটিং করার সময় যে ই-মেইল আইডি দিয়েছিলেন অথবা প্লে স্টোর ব্যাবহার করার সময় যে ই- মেইল আইডি দিয়ে সাইন ইন করেছিলেন সেটি ই-মেইল এর ঘরে টাইপ করুন। এরপর পাসওয়ার্ড এর ঘরে আপনার ই- মেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ব্যস কাজ শেষ। আপনার ফোনটি আনলক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ