এটা এজন্য আসে যে, আপনি উক্ত পোস্টটি অন্য কোন ভাষায় (যেমন- বাংলা) অনুবাদ হিসেবে দেখতে চান কি না। এটাতে ক্লিক করলে ঐ পোস্টটি আপনি অন্য ভাষায় বা বাংলা ভাষায় পড়তে পারবেন যদি পোস্টটি বাংলা ছাড়া অন্য কোন ভাষায় করা থাকে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ট্রান্সলেশনে ক্লিক করলে শুধুমাত্র শুদ্ধ বানানগুলো অন্য যেকোনো ভাষায় পড়তে পারবেন। ভুল বানানগুলো ট্রান্সলেট হবেনা তথা আগের মতই থাকবে। যেমনঃ "Thanks" বানানটি অনেকে "Thnx" বলে শর্টকাট ভাবে। কিন্তু, Thnx লিখলে এটি অন্য ভাষায় ট্রান্সলেট হবেনা Thnx ই থেকে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ধরন আপনি ইংরেজী ভালোমতো বুঝেন না বা পড়তে পারেন না। এখন আপনার কোন ফেরেন্ড বা কেউ যদি ফেসবুক ইংরেজী,হিন্দী,উর্দু ,জাপানী ভাষাতে পোস্ট দেয় তাহলে আপনি সেই লেখাটাকে বাংলা করে দেখতে পারবেন। আবার ধরন আমি (আতিক) যদি বাংলাতে কোন পোস্ট দেই, তাহলে যুক্তরাস্ট্রের বসে Mark Zuckerberg স্যার সেটা ইংরেজী করে পড়তে পারবেন।

Talk Doctor Online in Bissoy App