Yakub Ali

Call

বিশেষ করে রেম, রম, এবং প্রসেসর। রেম বেশি হলে ফোনের গতি ভাল পাবেন, বড় বড় গেম খেলতে পারবেন। রম হলো ফোনের স্টক মেমোরি, রম বেশি থাকলে বাড়তি মেমোরির প্রয়োজন কম হয়। আর প্রসেসর হলো আপনার ফোনে নেট স্পিড ভাল পাবেন। তাই এগুলো ভাল ভাবে দেখে আপনার পছন্দ অনুযায়ী সেট ক্রয় করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন বিষয়ের প্রতি নজর দিবেন সেটা নির্ভর করে আপনার চাহিদার উপর। আপনি যদি HD গেম খেলতে চান তবে র্যাম বেশি নেয়া ভাল। আবার যদি বেশি বেশি নেট চালান, গেম খেলেন; তবে ব্যাটারির দিকে নজরটা বড় করে দিতে হবে মানে পাওয়ারফুল ব্যাটারি কিনতে হবে। আবার যদি আপনি সাংবাদিক টাইপের লোক হন মানে ছবি তুলতে পছন্দ করেন, তাহলে তো ক্যামেরার দিকে নজর ভালভাবে দিতে হবে। তা না হলে তো ক্যামেরা আপনার ছবির দিকে ভাল নজরে তাকাবে না। কম্পানি তো অনেক আছে যাদের সেটগুলো ভাল টিকে। যেমন- Apple, Nokia (Microsoft), Samsung তবে কি জানেন, ইলেক্ট্রিক পণ্যের এক সেকেন্ডের ভরসা নাই। টিকলে তো ভাল, আর না টিকলে নাই। তবে চিন্তা করবেন না ১ বছরের ফ্রি ওয়ারেন্টি তো পাবেনই। শেষ কথা হলো, আমি ওয়ালটন চালাচ্ছি ১ বৎসর ধরে। কিন্তু কোন সমস্যা দেয় নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

আপনাকে দোকানী ভালো সেট বলে আপনাকে ধরিয়ে না দেয় সেটা খেয়াল রাখবেন। এটা করতে ফোনের সেটিংসে যাবেন। সেখানে সবার নিচে পাবেন "About Phone"। সেটাতে গেলে আপনি পাবেন Android Version। সেটাই আপনার ফোনের Android ভারশন। এছাড়াও আপনি দামী সেটগুলোর মধ্যে বের করতে পারবেন না যে সেটা Original নাকি Clone. তাই দেখে নেবেন নিচের জিনিসগুলো। ১. *#*#4636#*#* চাপলে Usage Info, Battery Info, Wifi info ইত্যাদি নামে কোন মেনু আসে কিনা। ২. *#০৬# এটাতে সেটের IMEI নাম্বার দেখাচ্ছে কিনা। ৩. *#১৯৭৩২৮৬৪০# চাপলে সার্ভিস মোড দেখায় কিনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি িকি উদ্দেশ্যে কিনবেন তার উপর নির্ভর করবে।তবে প্রসেসর স্পিড, র‌্যাম সািইজ ও র‌্যাম স্পিড, ক্যামেরা ও টাচ ভালো করে দেখে নিবেন। Sony, Samsung, HTC, Oppo, Huwaei, Micromax এদের ফোনগুলো বেশ ভালো।প্রত্যেকটিই টেকসই। দেশি কোম্পানগুলোর মধ্যে Walton, Symphony রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রেম দেখতে হবে, যে বেশি আছে কিনা।।।ফোনমেমোরি দেখতে হবে ও কত জিবি মেমোরি সাপোর্ট করবে। ক্যামেরা কত পিক্চেল, প্রেসেসর দেখতে হবে।। এন্ড্রোয়েট ভার্সন কি তাও দেখতে হবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ