RanaRana

Call

কল আসলে নেট কানেকশন বন্ধ হয়ে যা সব ডিভাইসেরই, এই সমস্যা থেকে মুক্তি পেতে যখন কল আসবে তখন কথা বলা শেষ হয়ে গেলে আপনি কেটে না দিয়ে অপেক্ষা করুন অথবা কাটতে গেলে শুধু মাত্র একটি ক্লিক করুন একাধিক নয়.. তাহলেই কলের আগে যেখানে ছিলেন সেখানেই থাকবেন কোন কিছু বন্ধ বা চলে যাবে না....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নেট কানেকশন কেটে যাওয়াটা স্বাভাবিক। তবে ব্রাউজারের ট্যাব কেটে যাওয়াটা আপনার ফোনের র‌্যাম কম হওয়ার কারণে হয়। তবে েঅনেক পুরাতন ভার্সনের ব্রাউজারগুলোতেই মূলত এ প্রবেলেম হয়। UcBrowser/Chrome ইউজ করে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনি uc browser- এর একদম শেষ ভার্সন টা ব্যবহার করুন, এটিতে যখন browser টি কেটে গিয়ে বন্ধ হয়ে যাবে, তারপর যখন আপনি আবার browser টি ওপেন করবেন, তখন ওই বন্ধ হয়ে যাওয়া tab গুলো আবার ফিরে পেয়ে যাবেন। কিছু হারাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ