RanaRana

Call

এটা স্বাভাবিক ব্যাপার, সব মোবাইলেই এমনটা হয়।। চার্জে দিলে আর নেট ব্রাউজ করলে আস্তে আস্তে মোবাইল গরম হতে থাকে।। মোবাইলে লোড পড়ার কারনেই এমনটা হয়ে থাকে....

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

অ্যান্ড্রয়েড তিন ভাবে গরম হয়। ১। টাচস্ক্রিণ গরম হওয়া। ২। ব্যাটারি গরম হওয়া। ৩। ব্যাটারির উপরের অংশ অর্থাৎ মোবাইলের মাথার দিকটা গরম হওয়া। সমাধানঃ ১। টাচস্ক্রিণ গরম হলে Restart/ Reboot দিন। ২। ব্যাটারি গরম হলে নতুন ব্যাটারি কিনুন। ৩। ব্যাটারির উর্ধ্বাংশ গরম হলে মোবাইলের অতিরিক্ত ব্যাবহার বন্ধ করুন। যেকোনো সময় মোবাইলের সফটওয়্যার লস্ট হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোনের যদি উপরের দিকটা গরম হয় তাহলে সেটি আপনার মোবাইলের মাদারবোর্ডের সমস্যা আর যদি স্ক্রিন গরম হয় তাহলে আপনার ফোনটি Reboot দিন। ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখার জন্য আপনার ফোনের অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো Force Stop করে রাখুন। আর হ্যা, DU Battery Sever সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল দিন। এই সফটওয়্যারটি আপনার ফোনের অতিরিক্ত চার্জ খরচ হওয়া থেকে বাচাবে। এর পরেও যদি কাজ না হয় তাহলে অতিদ্রুত আপনার নিকটস্ত কাস্টমার কেয়ার বা ভাল Service center এ যোগাযোগ করুন...

Talk Doctor Online in Bissoy App